সাংবাদিক শিমুল হত্যা : পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০১ মার্চ ২০১৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিট ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাড়াবিল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল উপজেলার পৌর এলাকার বাড়াবিল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের পর থেকে কামাল পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়াবিল এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কামাল সাংবাদিক শিমুল হত্যা মামলার ৮নং আসামি।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।