সাতক্ষীরায় ৬ দোকান ভস্মীভূত
সাতক্ষীরা শহরে আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর ৩টার দিকে শহরের পাকাপোলের মোড়ে এ ঘটনা ঘটে।
মেসার্স আধুনিক এন্টারপ্রাইজের মালিক শেখ সাব্বির হোসেন বলেন, রাত একটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। আড়াইটার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে।
তিনি বলেন, তার দোকানসহ পার্শ্ববর্তী ৫টি ফলের দোকানও পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৫টি ফলের দোকান ও একটি কসমেটিক্সের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস