বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৫ মার্চ ২০১৮

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মাঝেরচর নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জলদস্যু দল ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর (৩৫) ও রবিউল মাঝি। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

ইমন আল রাজিব বলেন, ভোরে জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা মাঝেরচরে অবস্থান করছিল। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে হাসান বাহিনীর সদস্যরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা পর তারা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি রয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।