ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কের কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের আব্দুল আলীমের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস