নৌকায় ভোট দিলে দেশ উন্নয়নের জোয়ারে ভাসবে : পর্যটনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৮ মার্চ ২০১৮
ছবি-ফাইল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কঠোর সমালোচনা করে শাহজাহান কামাল বলেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতিবাজ। তারা এতিমের টাকা আত্মসাতকারী। তিনি (খালেদা) এতিমদের টাকা মেরে এখন জেলে আছেন।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়া ইউনিয়নের এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।