নড়াইলে ইউপি চেয়ারম্যান পলাশ হত্যায় মাসুম খান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০১:৪১ এএম, ১০ মার্চ ২০১৮

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ লতিফুর রহমান পলাশ (৫২) হত্যা মামলার অন্যতম আসামি, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে মাসুম খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হত্যা মামলার বাদী, পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যার এজাহারভুক্ত ১৫নং আসামি ছিলেন তালবাড়িয়া গ্রামের মৃত হালিম খানের ছেলে ইমতিয়াজ আহম্মেদ ওরফে মাসুম খান।

এদিকে, এজাহারভুক্ত ১০নং আসামি কুমড়ি গ্রামের মৃত বারেক শেখের ছেলে কোটে শেখকে বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারি) নড়াইল আদালতে আতত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান। মামলার ১নং আসামি কুমড়ি গ্রামের মৃত ছালাম শরীফের ছেলে নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনিরকে পুলিশ ১৭ ফেব্রয়ারি ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাছাড়াও এজাহারভুক্ত ২নং আসামি শরীফ মনিরুজ্জামানের ভাই শরীফ বাকি বিল্লাহকে পুলিশ হত্যাকাণ্ডের পরই গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে লোহাগড়া উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিসের পাশে রাস্তার মোড়ে চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের ভাই শেখ সাইফুর রহমান হিলু বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৫।

জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।