ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১১ মার্চ ২০১৮

ঠাকুরগাঁওয়ে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দণ্ডাদেশ দেয়া হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আ. খালেক (৩৮) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে আ. খালেকের সঙ্গে এই গ্রামের শাহ আলমের দীর্ঘদিন যাবৎ পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১২ সালের ৯ আগস্ট সকালে শাহ আলমের বাবা আ. হক তার ঘরে ঘুমিয়েছিলেন। এসময় খালেক ছুরি দিয়ে আ. হকের বুকে আঘাত করে পালিয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শাহ আলম বালিয়াডাঙ্গি থানায় আ. খালেককে আসামি করে হত্যা মামলা করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও পুলিশের চার্জশিট মোতাবেক আ. খালেক দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন বিচারক।

রবিউল এহসান রিপন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।