চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১২ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার সাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাহেদুল ওরফে মহবুল (২৫), মোসলেম আলীর ছেলে মোহাম্মদ জেন্টু (৩০) ও রহমান আলীর ছেলে ইয়াসিন আলী (২৪)।

আদালতের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৩ আগস্ট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে পানামা পোর্টলিংক লিমিটেডের ৫ নম্বর ফটকের কাছে অভিযান চালিয়ে সাহেদুল, জেন্টু ও ইয়াসিনকে কোডিন মিশ্রিত ৮৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লুৎফর রহমান ২০১৩ সালের ২৫ অক্টোবর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামিদের উপস্থিতে আদালত আজ এ রায় দেন।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।