পাগলী নবজাতক সন্তানের আকিকা করবেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১২ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক প্রতিবন্ধী পাগলীর নবজাতকের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসব বেদনা উঠলে রোববার রাতে স্থানীয়রা তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সোমবার সকাল ৭টার দিকে তিনি একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন।

খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম সেখানে গিয়ে মা ও নবজাতকের সার্বিক দায়িত্ব নেন।

ইউএনও জানান, মানসিক প্রতিবন্ধী নারী ও তার নবজাতকের জন্য আপতত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি পরিবারকে দায়িত্ব দেয়া হয়েছে যার সার্বিক খরচ আমি বহন করবো। তাছাড়া কিছুদিনের মধ্যে একটু জমিতে তাদের জন্য স্থায়ী ঘর নির্মাণ করে দেব।

তিনি আরও জানান, স্বাধীনতার মাসে জন্ম নেয়ার জন্য নবজাতকের নাম 'মুক্তি' রাখা হয়েছে এবং যত দ্রুত সম্ভব তার আকিকা অনুষ্ঠান করা হবে।

বাচ্চার মা ও বাচ্চাটি সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক।

আব্দুল্লাহ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।