জেলের জালে বিরল মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৫ মার্চ ২০১৮

মৌলভীবাজারে ২টি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। আর এই মাছ দুটি নিয়ে কৌতুহল ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমরা এলাকায় মাছ দুটি ধরা পড়ে। এলাকার লিল মিয়া স্থানীয় খাইঞ্জার হাওরে জাল ফেললে আটকা পড়ে বিরল প্রজাতির মাছ দুটি। মাছগুলো জালে ধরা পড়ার পর নিজের মধ্যেও কৌতুহল সৃষ্টি হয় লিল মিয়ার। এর তিনি মাছ দুটি বাড়ির পাশের সড়কে নিয়ে আসেন।

সেখানে মাছগুলো দেখার জন্য এলাকার মানুষের ভিড় বাড়তে থাকলে তিনি মাছ দুটি স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে জমা দিলে কর্তৃপক্ষ সেগুলো কেন্দ্রের হাউজে নিয়ে প্রাথমিকভাবে সংরক্ষণে রাখেন।

লিল মিয়া জানান, তিনি হাওরে মাছ ধরতে গেলে অন্য মাছের সঙ্গে এই দুটি মাছও ধরা পড়ে। তবে তিনি এগুলোর নাম বলতে পারেননি।

মৌলভীবাজার জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের একটি হাউজে এই মাছ দুটিকে সংরক্ষণ করে রেখেছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সপেক্টর (ফিশারি) মোস্তফা ভূঁইয়া জাগো নিউজকে বলেন, মাছ দুটি বিরল প্রজাতির। এটি সাধারণত হাওরে খুব কমই পাওয়া যায়। সম্ভবত এটি সামুদ্রিক মাছ হবে। তিনি বলেন, এই মুহূর্তে এই মাছটির প্রকৃত নাম বলা সম্ভব নয়।

রিপন দে/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।