রামগঞ্জে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৭ মার্চ ২০১৮
ছবি-ফাইল

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে মধ্য বাহাদুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ছাত্রলীগ অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। সুজন স্থানীয় আওয়ামী লীগের অপরাজনীতির শিকার। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, ছাত্রলীগ নেতাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।