সাতক্ষীরায় কারাগারে সাবেক সাংসদ আলাউদ্দীন
সাতক্ষীরা-৩ আসনের (কালিগঞ্জ-দেবহাটা আংশিক) সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুর ১২টার দিকে আদালতের বিচারক নাশকতা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত জাগো নিউজকে জানান, সাবেক সাংসদ কাজী অালাউদ্দীনের নামে একাধিক নাশকতা মামলা রয়েছে। রোববার একটি মামলায় আদালতে জামিনের প্রার্থনা জানালে আদালত তা নামঞ্জুর করেন।
কাজী আলাউদ্দীন প্রথমে জাতীয় পার্টি করলেও পরবর্তীতে বিএনপিতে যোগ দেন।
আকরামুল ইসলাম/এফএ/এমএস