সাতক্ষীরায় কারাগারে সাবেক সাংসদ আলাউদ্দীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৮ মার্চ ২০১৮

সাতক্ষীরা-৩ আসনের (কালিগঞ্জ-দেবহাটা আংশিক) সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুর ১২টার দিকে আদালতের বিচারক নাশকতা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত জাগো নিউজকে জানান, সাবেক সাংসদ কাজী অালাউদ্দীনের নামে একাধিক নাশকতা মামলা রয়েছে। রোববার একটি মামলায় আদালতে জামিনের প্রার্থনা জানালে আদালত তা নামঞ্জুর করেন।

কাজী আলাউদ্দীন প্রথমে জাতীয় পার্টি করলেও পরবর্তীতে বিএনপিতে যোগ দেন।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।