পিরোজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৯ মার্চ ২০১৮
ছবি-প্রতীকী

পিরোজপুরে জাহিদুল ইসলাম (১৮) নামে এক যুবককে হত্যার দায়ে রফিকুল ইসলাম রাজা (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। আসামি রফিকুল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে।

জেলা আইনজীবী সমিতি সভাপতি ও জেলা পাবলিব প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন জানান, এ মামলায় ১০ জনের সাক্ষী শেষে আদালত রফিকুল ইসলাম রাজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং ছয় আসামিকে খালাস দেন।

মামলার অভিযোগ, মঠবাড়িয়া উপজেলার বাদুড়তলী গ্রামের জাহিদুল একটি মোবাইল কিনে রফিকুল ইসলাম রাজার কাছ থেকে। এ সময় রাজা মোবাইলের চার্জার পরে দিবে বলে জানায়।

২০০৬ সালের ২৬ অক্টোবর বিকেল ৪টার দিকে সোনাখালী গ্রামের আলীপুর বাজারের একটি দোকানের সামনে রাজাকে পেয়ে তার কাছে মোবাইলের চার্জার চান রফিকুল। এনিয়ে তাদের দুজনের বাকবিতাণ্ড হয়। এক পর্যায়ে রাজা জাহিদুলকে কিল ঘুষি মেরে আহত করেন। স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুলের খালাতো ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে রফিকুল ইসলাম রাজাসহ সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

হাসান মামুন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।