কলেজছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ : ফুফার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২০ মার্চ ২০১৮

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের ছাত্রী সাদিয়া ইসলাম সোমার ওপর অ্যাসিড নিক্ষেপ মামলায় ওই ছাত্রীর ফুফা প্রভাষক সাইফুল ইসলাম বাবুকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কালাই উপজেলার কাথাইল গ্রামের শাজাহান আলীর ছেলে এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক।

মামলার বিবরণে জানা যায়, কালাই উপজেলার কাথাইল গ্রামে ২০১৩ সালের ১৩ আগস্ট রাতে একই গ্রামের কালাই ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় তার ফুফা প্রভাষক সাইফুল ইসলাম বাবু পূর্ব শত্রুতার জের ধরে অ্যাসিড নিক্ষেপ করে।

এতে ওই ছাত্রীর মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেলে তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

পরে ২১ আগস্ট ওই ছাত্রীর বাবা আব্দুস সালাম বাদী হয়ে মামলা করলে আদালত দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে করে আর কোনো অপরাধী এই রকম অপরাধ করার সাহস পাবে না।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।