বাবা-ছেলেকে বহিষ্কার করে শহরে মাইকিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২০ মার্চ ২০১৮

সিরাজগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল চুরির অভিযোগে বাবা-ছেলেসহ চারজনকে বহিষ্কার ও মো. সেহাব নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে জেলা ট্রাক ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার চারজনকে বহিষ্কার করে সিরাজগঞ্জ শহরে মাইকিং করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মো. আলী আহমেদ মুন্সী (সদস্য নং ৩৮), তার ছেলে আনোয়ার হোসেন (বড় বাবু) সদস্য নং ১১৩৭, ছানোয়ার হোসেন (ছোট বাবু) সদস্য নং ১১৪৪ ও ট্রাক চালক আব্দুল মমিন সদস্য নং ১৩৫৮।

জানা যায়, গত ৪ মার্চ একটি মোটরসাইকেল চুরি হয়। পরে ৮ মার্চ রাতে একটি ট্রাক চুরি করে নেয়ার সময় পাঁচলিয়া নামক স্থানে একটি দুর্ঘটনা ঘটে। এসময় সেহাব নামের ওই ছেলেটি আটক হয়। আটক সেহাবকে জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ দলের সদস্যদের নাম বলে। এ ঘটনায় ৯ মার্চ ট্রাকটির মালিক থানায় মামলা দায়ের করে। এই অভিযোগে গত ১০ মার্চ এক জরুরি সভা ডাকে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। সভায় ওই বাবা-ছেলেসহ চার জনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বহিষ্কারের বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে শহরে প্রচার হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নামদার হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেল চুরির অভিযোগে উক্ত চারজনকে বহিষ্কার করা হয়েছে এবং কোনো মালিক বা শ্রমিক তাদের সঙ্গে আঁতাত রাখলে বা কোনো সমস্যায় পড়লে ট্রাক শ্রমিক ইউনিয়ন তার দায় বহন করবে না।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আনিছুর রহমান জানান, ট্রাক ও মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।