বাগেরহাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২২ মার্চ ২০১৮

বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেছো বাঘটিকে মেরে হরিণখানা ব্রিজের ওপর রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বনবিভাগ মৃত মেছো বাঘটিকে উদ্ধার করে মাটিচাপা দিয়েছে।

সুন্দরববন পূর্ব বন বিভাগের ডিএফও মাহামুদ হাসান বলেন, দুপুরে হরিণখানা এলাকার ব্রিজের উপর কে বা কারা বাঘটিকে মেরে ফেলে রেখে যায়। স্থনীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃত মেছো বাঘটিকে উদ্ধার করে মাটিচাপা দেয়া হয়েছে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মেছো বাঘ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের বন্য প্রাণি হত্যা করা ঠিক নয়। কারা এ কাজ করেছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

শওকত বাবু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।