ফেনসিডিলসহ প্রধান শিক্ষক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৩ মার্চ ২০১৮

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ফেনসিডিলসহ মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ শিংঝাড় গ্রাম থেকে তাকে এক বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

তিনি বাড়াইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে পুলিশ জানিয়েছে।

ভুরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের বাড়াইটারী আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ফেনসিডিল গ্রহণের সময় এসআই আরিফের নেতৃত্বে টহল পুলিশ তাকে আটক করে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, আটক শিক্ষককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নাজমুল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।