সিরাজগঞ্জে শিলাবৃষ্টিতে কৃষকের মৃত্যু, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৬ মার্চ ২০১৮
ফাইল ছবি

সিরাজগঞ্জের চৌহালীতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দিপূর্ব চরে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান বেয়ালকান্দি চরের মৃত আব্দুল শেখের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বোয়ালকান্দি চর থেকে ক্ষেতের ফসল নিয়ে বাড়ি ফেরার সময় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কবলে পড়ে শাহজাহান আলী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য জেলহাজ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শাহজাহান আলীর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।