ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, বাড়িঘর ভস্মীভূত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ কামার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি পরিবারের ঘরবাড়িসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। আগুনে সুজিপ্ত সিংহ (১০) নামে এক শিশু ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে নানা রাজেন্দ্র সিংহ (৬৫) অগ্নিদগ্ধ হয়েছেন।
ধনতলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি জানান, সোমবার সন্ধ্যার আগে উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ কামার গ্রামের রাজেন্দ্র সিংহের বাড়ির রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ে। এভাবে গ্রামের ২৫ পরিবারের কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ও ধান-চাল, কাপড়-চোপড়, আসবাবপত্র এবং নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শিশু সুজিপ্ত সিংহ পুড়ে মারা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শিশুটির নানা রাজেন্দ্র সিংহ অগ্নিদগ্ধ হন। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএআর/পিআর