সেই অধ্যক্ষকে বদলি, কাল খুলছে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৮ মার্চ ২০১৮

দেড় মাস বন্ধ থাকার আগামীকাল বৃহস্পতিবার খুলছে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট। অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের নানা অভিযোগের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের কর্মসূচির কারণে গত ১৫ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ মেরিন ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে।

এদিকে, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে নারায়ণগঞ্জে সিনিয়র ইন্সট্রাক্টর পদে বদলি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব শোভা শাহনাজ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। ২২ মার্চ স্বাক্ষরিত ওই আদেশ বুধবার সন্ধ্যায় বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পৌঁছায় বলে কর্মরত শিক্ষকরা জানিয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিনিয়র ইন্সট্রাক্টর পদে নারায়ণগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে এবং চাদপুরের আইএমটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনকে বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে বদলি করা হয়।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছিল। কিন্তু ওই আদেশের পর তিনি সিরাজগঞ্জে যোগদান না করায় ওই আদেশ বাতিল করে নতুন বদলির আদেশ দেয়া হয়।

বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির আলোচিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তুলে শিক্ষার্থীরা।

পরে তার অপসারণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই অবস্থায় গত ১৫ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বন্ধ ঘোষণা করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

পরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ) সাজ্জাদ হোসাইনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক সাজ্জাদ হোসাইন সরেজমিনে তদন্তে করে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান।

শওকত আলী বাবু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।