চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ, সিট নেই হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৯ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়া। গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন তিন শতাধিক মানুষ। এতে হাসপাতালে সিট সংকট দেখা দেয়।

এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন অনেকেই। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হঠাৎ করেই ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও খাবার পানির সমস্যা থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। সিট না থাকায় অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহললার তানিম (২৮) ও রেলবাগান এলাকার সুজন (১৪) জানান, গত দুইদিন আগে হঠাৎ করেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হন। বাড়িতে ওষুধ খেয়েও ভালো না হলে বৃহস্পতিবার সকালে তারা হাসপাতালে ভর্তি হন।

এদিকে, হুজরাপুর মহল্লার আতাউর রহমান (৬২) জানান, হাসপাতালে বেড না পাওয়ায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাকে।

Chapainawabganj-photo

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগের সিনিয়র নার্স সুলতানা রাজিয়া জানান, গত ১৮ মার্চ থেকে প্রতিদিনই ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে ২৭ মার্চ মঙ্গলবার ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৯ জন, বুধবার ৪৪ জন এবং বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত নতুন করে আরও ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রহুল আমিন জানান, গত কয়েক দিন থেকে হঠাৎ করেই ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বয়স্কদের পাশাপাশি শিশুরাও রয়েছে। পানি থেকেই এ রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আক্রান্ত রোগীদের বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রহুল আমিন বলেন, হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বেডে জায়গার সংকুলান না হওয়ায় মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন অনেকেই। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় মানুষকে ফুটানো অথবা বিশুদ্ধ পানি পানসহ খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

মোহাঃ আব্দুল্লাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।