ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আদিবাসী তরুণ-তরুণীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ৩০ মার্চ ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ার লংলা রেল স্টেশনের পার্শ্ববর্তী ২৩১/১ মাইল খুঁটির কাছে ট্রেনে কাটা পড়ে আদিবাসী দুই তরুণ তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কুলাউড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জয় ও সন্ধ্যা। তাদের উভয়ের বাড়ি মেরিনা চা পানপুঞ্জি এলাকায়।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাদের মোবাইল ফোন দুটি ঘটনাস্থলে পাওয়া গেছে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিপন দে/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।