বৃষ্টিতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ২ ঘণ্টা ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:১৮ এএম, ৩১ মার্চ ২০১৮
ফাইল ছবি

ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে নৌদুর্ঘটনা এড়াতে শরীয়তপুর ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে শনিবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। পরে সকাল ৯টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হয়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস ছাত্তার জানান, শনিবার সকাল ৭টা থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বইতে থাকলে ইব্রাহিমপুর রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় চলাচলরত ফেরিগুলোও নিরাপদে নোঙর করে রাখা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার দিকে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।