সাতক্ষীরা সীমান্তে ৭ কেজি রুপার গহনাসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০১ এপ্রিল ২০১৮

সাতক্ষীরা বৈকারি সীমান্ত থেকে ৭ কেজি রুপার গহনা ও ৪০০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার ভোরে বৈকারি সীমান্তের কালিয়ানি এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুশখালি ইউনিয়নের কুশখালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বিজিবি বৈকারি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কালিয়ানি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে নিয়ে আসা ৪০০ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করা হয়।

এ সময় পাশে পরিত্যাক্ত অবস্থায় ৭ কেজি রুপার গহনা জব্দ করা হয়। রুপার গহনাগুলো রবিউলের কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।