সেতুমন্ত্রীকে ফুল দিতে এসে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০২ এপ্রিল ২০১৮

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারী পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রসীরা। সেইসঙ্গে দুই পক্ষের ২০টি গাড়ি ভাঙচুর করা হয়।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার টিএনটি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীয়তপুরে আগমন উপলক্ষে শরীয়তপুরে-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের লোকজন ফুলের শুভেচ্ছা জানাতে জাজিরার টিএনটির মোড়ে দাঁড়ায়।

ওই দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স, শরীয়তপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নারী পুলিশ কনস্টেবল মুসলেহা আক্তার (২৬), জাজিরা থানা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জিএম নুরুল হক (৬০), সদস্য কবির হাওলাদার (৪৫) ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হানিফসহ ১০ জন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বিকেলে শরীয়তপুর সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা ছিল। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, হাতে ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক নারী কনস্টেবল। আমরা এক্স-রে করতে দিয়েছি। এক্স-রে রিপোর্ট পেলে বলা যাবে তিনি কিভাবে আঘাত পেয়েছেন।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন বলেন, জাজিরাতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

মো. ছগির হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।