সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ১৯ জন কারাগারে
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ব্যবসায়ী খোকন সরকার (৫০) হত্যা মামলায় ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে মামলার ১৯ আসামি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মল্লিকা বসাক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলেন- কামরুল হাসান, রিপন, সাব্বির, দুলাল, মোসলেম, আশিক আহমেদ মিনু মিয়া, জারমেন, আব্দুল সালাম, সুজন, রুবেল, সাইদুল ইসলাম, খোকা, বাবলু, চপল, আব্দুস ছালাম, আব্দুস ছাত্তার ও আব্দুল ছামাদ।
এ মামলার প্রধান আসামি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন হাইকোর্ট থেকে জামিনে আছেন।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার বিলকিস খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি উপজেলার বেলতৈল গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে খোকন সরকার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস