চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৫ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার দিনগত রাতে নগরীর ওয়াসা মোড় ও নিউমার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ রিসাদ (৩৫) খুলশী থানাধীন ওয়াসা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিআরটিসির একটি দোতলাবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত আড়াইটার দিকে কবির হোসেন (২২) নামের আরও এক যুবক নগরীর নিউমার্কেট এলাকায় অজ্ঞাত কোন এক গাড়ির ধাক্কায় আহত হন। পরে চমেক হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

নিহত কবির হোসেন নোয়াখালী জেলার চর জব্বর থানার চর পানাউল্লাহ গ্রামের মফিজুর রহমানের ছেলে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।