বাংলাদেশ-ভারত কন্টেনারবাহী ট্রেন এখন সিরাজগঞ্জে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

বাংলাদেশ-ভারত পণ্য আদান-প্রদানের কন্টেনারবাহী ট্রেনটি এখন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে কলকাতা থেকে আসা ট্রেনটি সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন এলাকায় পৌঁছায়।

মঙ্গলবার সকালে পরীক্ষামূলকভাবে ৩০ বগির কন্টেনারবাহী ট্রেনের এ যাত্রা শুরু হয় কলকাতার মাঝেরহাট রেলস্টেশন থেকে। সয়াবিন, চাল, গম, ফল ও সবজিসহ বিভিন্ন খাদ্যশস্য নিয়ে ট্রেনটি বাংলাদেশে এসেছে। সড়ক ও নৌপথে পণ্য চলাচলের সময় এবং খরচ বাঁচানোর লক্ষ্য নিয়ে এই প্রথম কনটেইনার ট্রেনের সূচনা করে।

সয়দাবাদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেনটি রাতে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার পণ্য আনলোড করে আবারও ট্রেনটি দর্শনা হয়ে কলকাতা ফিরে যাবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।