খাগড়াছড়িতে ৫ মাস ধরে নিখোঁজ শরীয়তপুরের ফারুক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

খাগড়াছড়িতে ব্যবসা করতে গিয়ে পাঁচ মাস যাবৎ নিখোঁজ রয়েছেন শরীয়তপুরের ফারুক সরদার (২৬)। গত ১৫ ডিসেম্বর খাগড়াছড়ির ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

ওই দিন থেকে ফারুক সরদারের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় গত ১০ জানুয়ারি খাগড়াছড়ি মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ফারুকের স্ত্রী সালেহা আক্তার।

ফারুক সরদার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম ছাতিয়ানি গ্রামের মনফ সরদারের ছেলে। মারিয়া আক্তার নামে তার চার বছরের একটি সন্তান রয়েছে। ফারুক খাগড়াছড়ি কলেজ গেটের পাশের দেলোয়ার সওদাগরের বাসায় ভাড়া থাকতেন। তিনি দীর্ঘদিন যাবৎ হারবাল ওষুধের ব্যবসা করে আসছেন।

খাগড়াছড়ি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেন হিরো জানান, ফারুক সরদারের খোঁজে পুলিশ কাজ করেছে। তথ্যপ্রযুক্তির সহযোগিতা নিয়ে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

ছগির হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।