‘বিএনপি আগের চেয়ে ঐক্যবদ্ধ’
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার ভেবেছিল খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে বিএনপি ধ্বংস করে দেবে। কিন্তু বিএনপি আগের চেয়ে অনেক ঐক্যবদ্ধ। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ইবি রোডস্থ মওলানা ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ৫ জানুয়ারির মত আবারও ভোটারবিহীন নির্বাচন করার জন্য সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করেছে। ভোটারবিহীন সরকার বিএনপিকে ভাঙতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৮ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মিথ্যা মামলা করেছে। বেগম জিয়ার মনোবল দুর্বল করার জন্য তাকে একাই একটি কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম