হেলমেট পরা চালকদের মিষ্টি খাওয়ালেন ডিসি-এসপি
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি খাওয়ালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বৃহস্পতিবার বান্দরবান ট্রাফিক মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুল ও মিষ্টি বিতরণ করেন জেলা প্রশাসক আসলাম হোসেন ও পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন- ট্রাফিক পুলিশ, স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতা।
পুলিশ সুপার ও জেলা প্রশাসক বলেন, মোটরসাইকেল চালকের নিরাপত্তার কথা চিন্তা করেই বান্দরবান শহরে চলাচলকারী সব মোটরসাইকেল চালককে হেলমেট পরতে উৎসাহিত করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দুর্ঘটনা এড়াতে প্রত্যেক মোটরসাইকেল চালকের হেলমেট পরা জরুরি।
সৈকত দাশ/এএম/জেআইএম