যমুনার চরে নারীর গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৬ এপ্রিল ২০১৮

সিরাজগঞ্জেরে কাজীপুরে মাইজবাড়ীর যমুনার চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে যমুনার চর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। ওই নারীর পরনে ছিল প্রিন্টের বোরকা ও কাঁঠালি রঙের শাড়ি। তার হাত ওড়না দিয়ে বাধা ছিল। শনিবার সকালে ওই নারীর মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।