সাগর উত্তাল : ঝুঁকি নিয়ে মাছ ধরছে অনেক ট্রলার


প্রকাশিত: ১০:০৭ এএম, ২৭ জুলাই ২০১৫

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল ৬ টায়  আবহাওয়া অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ক্ন্তিু এ সতর্কতা সংকেতের মধ্যেও ঝুঁকি নিয়ে মাছ ধরছে অনেক ট্রলার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এতে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ২০০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদফতরের পটুয়াখালীর কলাপাড়া স্টেশনের ইনচার্জ প্রদীপ কুমার চক্রবর্তী জাগো নিউজকে জানান, নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে। নিম্নচাপকেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ সময় তিনি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া ও সেই সাথে বৃষ্টিপাত হতে পারে।

নিম্নচাপের প্রভাবে রোববার সন্ধ্যা ছয়টা থেকে বরগুনার বিভিন্ন রুটে চলাচলকারী ছোট ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে জানিয়ে বরগুনা নৌ বন্দরের বন্দর কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, বরগুনার অভ্যন্তরীণ রুটে চলাচল করা ছোট ছোট লঞ্চগুলো এখন বন্ধ রাখা হয়েছে এবং বরগুনার বিভিন্ন নদীতে খেয়া পারাপারও বন্ধ রাখতে বলা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আমরা বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে থাকার কথা বলেছি। আমাদের নির্দেশ পেয়ে কিছু ট্রলার উপকূলসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। তবে এখনো অনেক ট্রলার নিরাপদ জায়গায় ফেরেনি বলেও জানান তিনি।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।