রক্তাক্ত শরীরেই ছিনতাইকারীকে জাপটে ধরল যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৮ এপ্রিল ২০১৮

কিশোরগঞ্জে একজনকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের সময় হৃদয় নামে এক ছিনতাইকারীকে অাটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে শহরের স্টেশনরোড বটতলা এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

অাটক ছিনতাইকারী হৃদয় (২২) শহরের নিউটাউন এলাকার অাবু বকরের ছেলে। অাহত হাফেজ তরিকুল ইসলামকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. অারিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের শোলাকিয়া এলাকার শেখ সাহাবুদ্দিনের ছেলে হাফিজ তরিকুল ইসলাম (২৮) রাত ১০টার দিকে রেলস্টেশন থেকে বাসায় ফিরছিলেন। এ সময় বটতলা এলাকায় একটি ছিনতাইকারী দল তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করে ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে। এ সময় তরিকুল হৃদয় নামে এক ছিনতাইকারীকে জাপটে ধরে রাখে।

খবর পেয়ে এসঅাই তাজমুল করিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে অাটক করে। উদ্ধার করা হয় ছিনতাই করা ২৪ হাজার টাকা ও মোবাইল ফোন।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।