এমপি লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ মামলায় তার ছোট বোন বাদী ফাহমিদা বুলবুল কাকলী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

রোববার দুপুরে বাদী ফাহমিদা বুলবুল কাকলীর সাক্ষ্যগ্রহণ করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা। এর মাধ্যমে দেশব্যাপী চাঞ্চল্যকর এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হলো।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় তার ছোট বোন বাদী ফাহমিদা বুলবুল কাকলী আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তিনি বলেন, আদালতে বাদী ফাহমিদা বুলবুল কাকলী বলেছেন, সাবেক এমপি আবদুল কাদের খান ও অন্যান্য আসামিরা এমিপ লিটনকে হত্যা করেছেন বলে তিনি বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশনে দেখেছেন। তিনি তার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান বলেও জানান পিপি শফিকুল ইসলাম।

উল্লেখ্য, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনার পরদিন সুন্দরগঞ্জ থানায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী একটি হত্যা মামলা করেন।

রওশন আলম পাপুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।