সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাসী থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তৈরি করা হয়েছে পাকা সড়ক। কিন্তু এই সড়কের মাঝখানে বসানো হয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। ফলে দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কয়েক কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পাশ্ববর্তী জেলার কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সড়কের ঠিক মাঝখানে একটি খুঁটি বসায়। আর এই খুঁটির কারণে দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন মামুন জানান, পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি। খুঁটিটি সড়কের মাঝখানে এখনও দণ্ডায়মান আছে।

চকরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তা এজিএম হামিদুল হাসান জানান, সড়কে বিদ্যুতের খুঁটি বসানোর বিষয়টি স্থানীয়রা লিখিতভাবে জানালে আমরা অবশ্যই পদক্ষেপ নেব।

সৈকত দাশ/এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।