নেত্রকোনায় হত্যার দায়ে একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১২ এপ্রিল ২০১৮

নেত্রকোনায় কৃষক ইসমাইল (৬০) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

এর মধ্যে আসামি আলীম উদ্দিনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য দুই আসামি ইলিয়াস ও আজিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, জেলার দুর্গাপুরের চারিগাঁওপাড়া গ্রামের ইসমাইল হোসেনের বাড়ির সিন্দুকে টাকা রক্ষিত আছে জানতে পেরে একই গ্রামের ইলিয়াস ও আজিজুল ২০১৩ সালের ১ জানুয়ারি রাতে দরজা ভেঙে ওই বাড়িতে হানা দেন। তারা ইসমাইলের কাছে সিন্দুকের চাবি চায়। চাবি না দেয়ায় আলীম উদ্দিন ক্ষিপ্ত হয়ে ইসমাইলের ওপর চড়াও হন এবং তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে করে ইসমাইল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে দুদিন পর ৩ মার্চ আলীম উদ্দিনের নাম উল্লেখহসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামরা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১০ জুন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞ বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন করে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার এই রায় দেন।

সরকারপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) (চলতি দায়িত্বে) অ্যাডভোকেট মুহাম্মদ সাইফুল আলম প্রদীপ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মো. রাশেদুজ্জামান রাশেদ মামলাটি পরিচালনা করেন।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।