বর্ণাঢ্য আয়োজেনে খাগড়াছড়িতে বর্ষবরণ
‘বৈশাখের রঙ লাগাও প্রাণে’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলা নতুন বছরকে বরণ করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালের সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী আহমেদ খান, আওয়ামী লীগের উপদেষ্ঠা মো. নুরুন্নবী চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণমিত্র বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়ে টাউন হল হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার আদলে ‘বলি খেলা’। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে বলি খেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এ সময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বলি খেলায় চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সব প্রতিযোগীকে পরাস্থ করে মনোবিকাশ ত্রিপুরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে মো. ইসমাইল হোসেন।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর