চিত্রশিল্পী কাইয়ুমের স্ত্রী মনোয়ার সুলতানা মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট চিত্রশিল্পী এম এ কাইয়ুমের স্ত্রী মনোয়ার সুলতানা (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত পৌনে ৩টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনোয়ার সুলতানা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। স্বামী, চার মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মনোয়ার সুলতানা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ও বাজিতপুর ডিগ্রি কেলেজের অধ্যাপক এম এ কব্বী পারভেজের মা।

মঙ্গলবার বাদ আসর কিশোরগঞ্জ পুরাতন কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হবে।

মনোয়ার সুলতানার মৃত্যুতে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আডভোকেট শাহ আজিজুল হক, সহ-সভাপতি নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা গভীর শোক প্রকাশ করেছেন।

নূর মোহাম্মদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।