বাল্যবিয়ে না করার শপথ নিলো ৪ হাজার শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

বাল্যবিয়ে বন্ধে নেত্রকোণার বারহাট্টায় বিভিন্ন স্কুল কলেজের চার হাজার শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেছে। ‘বাল্য বিয়েকে না বলুন’এই স্লোগানে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণ করেন। বুধবার সকাল সাড়ে দশটায় সি কে পি মাঠে শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খালিদ হোসেন।

বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামুলক প্রচারভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার শিক্ষার্থী শপথ গ্রহণ করে এবং বাল্য বিবাহকে না বলুন বক্তব্য সম্বলিত লাল কার্ড প্রদর্শন করে।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বাল্যবিয়ের কুফল তুলে ধরে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

Netrokona-1--(1)

বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারী প্রগতি সংঘের জেলা ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বারহাট্টা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক, প্রকল্প সমন্বয়কারী সঞ্চিতা মল্লিক, কর্মসূচি অফিসার আতাউর রহমান এবং পারভিন আক্তার নুপূর।

গ্লোবাল অ্যাফোয়ার্স কানাডা ও অক্সফামের অর্থায়নে ক্রিয়েটিং স্পেসেস টু টেক অ্যাকশান অন ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন এন্ড গার্লস- এ প্রকল্পের আওতায় এ প্রচারভিযান অনুষ্ঠিত হয়।

কামাল হোসাইন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।