আর কখনও মেয়েদের উত্ত্যক্ত করব না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

আমরা আর কখনও মেয়েদের উত্ত্যক্ত করব না। স্কুলের সামনে দাঁড়াব না। দুই হাতে কান ধরে সবার সামনে চিৎকার করে কথাগুলো বলছিল দুই উত্ত্যক্তকারী।

বান্দরবানে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের দায়ে দুই কিশোরকে হাতেনাতে ধরে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে তাদের কানে ধরিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করবে না মর্মে শপথ করানো হয়।

তারা হলো- কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নে আবু তাহেরের ছেলে তামিম ইকবাল এবং একই ইউনিয়নের সালামত উল্লাহর ছেলে রফিকুল ইসলাম। দুই কিশোর স্থানীয় একটি হোটেলে কাজ করে।

মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার সময় শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গলিতে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পড়ে ওই দুই কিশোর। পরে তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন বলেন, সমাজ থেকে ইভটিজিং রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সৈকত দাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।