হাজিদের হয়রানি করলে স্থান হবে জেলখানা : বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, হজ যাত্রীদের জন্য বিমান প্রস্তুত করা হয়েছে। সরকার হাজিদের নিশ্চিন্তে হজ পালনসহ সব ধরনের সুরক্ষায় বদ্ধপরিকর। যারা হাজিদের হয়রানি করবে তাদের স্থান হবে জেলখানা।

শনিবার দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, অধিকার বঞ্চিত করার নামই অবিচার। অনেক গরীব-দুঃখী মানুষ আর্থিক সুবিধা না থাকায় বিচার পায় না। আর্থিক সহযোগিতা না থাকায় গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিচার পায় না। সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণয়ন করেছে।

জেলা লিগ্যাল এইডের সভাপতি ও জেলা দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর -৪ (রামগতি ও কমলনগর) আসনের এমপি মো. আবদুল্লাহ, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের এমপি মোহাম্মদ নোমান, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার (এসপি) আসম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটোয়ারী প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে আদালত প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এছাড়াও দিনব্যাপী আইনগত সহায়তা মেলার আয়োজন করা হয়।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।