বালুতে আটকে গেলো গাড়ি, টেনে তুললেন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

জামালপুরে বালুতে আটকে পড়া পুলিশভ্যান ঠেলে তুলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। জামালপুরের মাদারগঞ্জে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তার প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি রাস্তার পাশে বালুতে আটকে গেলে প্রতিমন্ত্রী নিজেই আটকে যাওয়া গাড়িটি ধাক্কা দিয়ে উদ্ধারের জন্য তার গাড়ি থেকে নেমে পড়েন।

শনিবার বিকেলে জামালপুর থেকে মাদারগঞ্জ উপজেলায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেয়ার জন্য যাওয়ার পথে এই ঘটনা ঘটে। একজন প্রতিমন্ত্রীর এমন দৃষ্টান্ত তরুণদের উৎসাহিত করবে এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আমি নিজেকে কখনও মন্ত্রী ভাবি না। আমি সব সময় মানুষের সেবা ও কল্যাণে কাজ করি। একজন মানুষ হিসেবে সবচেয়ে বড় কর্তব্য হলো বিপদে অন্যজনকে সহায়তা করা। আমি শাসক হিসেবে নয়, সেবক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা ও কল্যাণে কাজ করতে চাই। তাই পুলিশভ্যানটি টেনে তুললাম।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।