বৈরী আবহাওয়ায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে ঢাকার সঙ্গে যোগাযোগের তিন নৌ-রুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সোমবার বেলা সোয়া ১১টা থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। বেলা ১১টা থেকে আকাশে কালো মেঘ করে। পরে প্রবল বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয় সকল নৌ চলাচল।

একই কারণে শরীয়তপুর ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার বেলা ১১টা থেকে আবহাওয়া খারাপ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ, ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে রাখে কর্তৃপক্ষ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিক থেকে বৈরী ও দুর্যোগপূর্ণ অাবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।