সন্তানকে আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ মে ২০১৮

পঞ্চগড়ে বজ্রপাতে মর্জিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা ওই এলাকার ছাত্তার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে গ্রামের কিছু নারীসহ মর্জিনা আক্তার তার বাড়ির একটি কক্ষে পবিত্র শবে বরাতের ইবাদত করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। মর্জিনা অন্য একটি ঘরে থাকা তার সন্তানকে আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। গুরুতর আহতাবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ জানায়।

সদর থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বজ্রপাতের ঘটনায় ওই গৃহবধূ নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।