বৃষ্টিতে তলিয়ে গেছে ধানখেত, ফলন বিপর্যয়ের শঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে অতিবৃষ্টিতে মাঠের পাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে কাঙ্ক্ষিত ফলনে বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। বুধবার দুপুরে প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে উপজেলার চারটি ইউনিয়নের ছয় হাজার ৭৬০ হেক্টর বোর ধান পানিতে তলিয়ে গেছে।
এর আগে গত ৩০ এপ্রিলের ঝড় ও বৃষ্টিতে মাঠের পাকা ধান মাটিতে পড়ে গিয়েছিল। শ্রমিকরা অতিরিক্ত মজুরিতে ওই পড়া ধান কাটার চুক্তি করে। কিন্তু মাঠ শুকানোর আগেই বুধবারের বৃষ্টিতে খেতের কাটা ধান আবার তলিয়ে যায়। এতে কৃষকরা পড়েছেন বিপাকে।
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেণ কুমার জানান, এ মৌসুমে নাচোল উপজেলায় ৬ হাজার ৭৬০ হেক্টর বোরো ধানের চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ২৬ হাজার ৬৩৫ মেট্রিক টন। কিন্তু অতিবৃষ্টিতে কাঙ্ক্ষিত উৎপাদনে ঘাটতি হতে পারে।
নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক আলহাজ সেকান্দার আলী, রাজবাড়ীর ডিপঘরা গ্রামের আনিশুর রহমান, আন্ধরাইল গ্রামের গাফ্ফার মেম্বার বলেন, এ বছর ভালো ফলন আশা করেছিলাম। কিন্তু অতিবৃষ্টিতে নিচু জমির ধান কাটা ও বাড়িতে আনা খুবই কষ্টকর হয়ে পড়বে।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/এমএস