বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৫ মে ২০১৮

আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রির জন্য ভারত থেকে আনা ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানার পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক সাংবাদিকদের এ কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দিনাজপুরের বিরামপুর উপজেলার রনগাঁও গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে কাউসার মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।

Gaibandha-Photo-gun

পরে তার দেয়া তথ্যানুযায়ী গোবিন্দগঞ্জ থানার পুলিশ শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কাউসারের সহযোগি দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর জোলাপাড়া গ্রামের তৌফিকুল ইসলাম (২৮), একই উপজেলার দক্ষিণ দাউদপুর জোলাপাড়া গ্রামের হাবিবুর রহমান মানিক (২২) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাস তালুকদারপাড়া গ্রামের শ্যামল হোসেন প্রামানিক সেলিমকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিরামপুর, শাজাহানপুর ও গাজীপুরের উপজেলা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে বিভিন্ন ব্যান্ডের ৬টি মোবাইল, মোটরসাইকেল ও ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আবদুল্লাহ-আল-ফারুক আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রির জন্য অবৈধভাবে ভারত থেকে গুলিসহ ওই বিদেশী পিস্তল নিয়ে আসা হয়েছিল। এ চক্রটি দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ পথে অস্ত্র নিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রওশন আলম পাপুল/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।