হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে লক্ষ্মীপুরের ৩ রোভার
পায়ে হেঁটে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন জেলা রোভার স্কাউটের তিন সদস্য। ‘মিলে মিশে মোরা থাকবো, শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো’এই স্লোগানের ব্যানার নিয়ে তারা ১৫০ কিলো মিটার পথ চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। রোববার সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের জিরো পয়েন্ট থেকে তাদের যাত্রা শুরু হয়েছে।
অংশগ্রহণকারীরা হলেন- সদর উপজেলার দত্তপাড়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও সিনিয়র রোভার মেট ঈমাম হোসেন, রোভার জাবেদ হোসেন এবং কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও সিনিয়র রোভার মেট জয়নাল আবদীন।
জেলা রোভার সূত্র জানায়, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান হচ্ছে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)। এ সম্মান অর্জনের জন্য পায়ে হেঁটে পরিভ্রমণ ক্যাম্প করতে হয়। যার উদ্দেশ্যে তাদের লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম কলেজ পর্যন্ত এ পরিভ্রমণের যাত্রা। গন্তব্যে পৌঁছাতে তাদের ৫ দিনে ১৫০ কিলোমিটার হাঁটতে হবে। প্রতিদিন ৩০ কিলোমিটার হেঁটে পথের মধ্যে বিভিন্ন কলেজে রাতযাপন করবেন তারা।

রোভার ঈমাম হোসেন বলেন, পিআরএস পরীক্ষা দিতে হলে একটি পরিভ্রমণ ক্যাম্প করতে হয়। এ জন্য চট্টগ্রামে যাওয়ার জন্য রওয়ানা হয়েছি। এ পরিভ্রমণ যেন সফল হতে পারি এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
লক্ষ্মীপুর জেলা রোভারের কমিশনার ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি বলেন, এটি রোভার স্কাউটসের একটি ভিন্নধর্মী ক্যাম্প। এর মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সর্বপ্রথম এ তিন রোভার লক্ষ্মীপুর থেকে এ ধরনের ক্যাম্পে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
কাজল কায়েস/আরএ/জেআইএম