চাঁদপুরে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৯ মে ২০১৮

চাঁদপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের কৃষি সম্প্রসারণ অধিদফতর সদরের আয়োজনে সরকারের পক্ষ থেকে ২২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলা মিয়নায়তনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নুর খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা বেগম। এতে আরও উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিল আতিয়া পারভীন।

জানা যায়, সরকারি উপকারভোগী ২২০ কৃষকদের মধ্যে ১৯৬ জনকে উফসী ও ২৪ জন কৃষককে নেরিকা আবাদের জন্য প্রণোদনা দেয়া হয়। এসব কৃষকরা উফসীর জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমপিও ও সেচ বাবদ নগদ ৫০০ টাকা পেয়েছেন। আর নেরিকা আবাদের জন্য ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ বাবদ ও আগাছা নাশক বাবদ ১ হাজার টাকা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ডা. দীপু মনি এমপি বিসিকের ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

ইকরাম চৌধুরী/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।