জাপার ৫ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১০:০০ পিএম, ১০ মে ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধা-পাটগ্রাম নির্বাচনী এলাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক পদত্যাগ অনুষ্ঠানের মধ্য দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে তারা পদত্যাগ করেন।

lal

পদত্যাগ অনুষ্ঠানে বক্ত্যরা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠার সঙ্গে পার্টির বিভিন্ন দায়িত্ব পালনকারী জননেতা আলহাজ এমজি মোস্তফাকে গত ১২ এপ্রিল হঠাৎ করে সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যানের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে আমরা হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজ স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি।

এ সময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধার জাপার আহ্বায়ক আলহাজ এমজি মোস্তফা। এ সময় তিনি বহিরাগত এমপি প্রার্থী খালেদ আকতারকে লাঙল মার্কায় ভোট না দেয়ার আহ্বান জানান।

রবিউল হাসান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।